এমনিতে ইলিশের আকাল, তার ওপর সমুদ্রে চলছে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। এমন সময়ে বরগুনায় একটি ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার ৭৫০ টাকায়।
শুক্রবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ২ কেজি ৪৪০ গ্রাম ওজনের রাজা ইলিশ খ্যাত এই ইলিশটি ২ লাখ ২০ হাজার টাকা মণ দরে বিক্রি হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গোপসাগর সংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার মোস্তফা আলমের মালিকানাধীন ফিশিং অ্যান্ড মার্চেন্ট আড়তে সকালে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন একজন জেলে। এ সময় উন্মুক্ত ডাকের মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা মণ দরে ১৩ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেন মৎস্য পাইকার হানিফ মিয়া।
এ বিষয়ে মৎস্য পাইকার হানিফ মিয়া বলেন, মাছটি নদীর রাজা ইলিশ মাছ। বলেশ্বর নদীর মাছ অন্যান্য নদীর মাছের চেয়ে স্বাদ বেশি। এই নদীর মাছ দেখতে সাদা ও স্বচ্ছ। এটি মূলত রূপালী ইলিশ মাছ। সর্বোচ্চ ডাকে মাছটি প্রায় ১৪ হাজার টাকায় ক্রয় করি। মাছটি বিক্রির জন্য ঢাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল