নেপালের বিপক্ষে ঐতিহাসিক কাবাডি টেস্ট সিরিজ খেলতে গিয়ে দারুণ কিছুর আশা করেছিল বাংলাদেশের নারী কাবাডি দল। তবে চার ম্যাচ খেলেই সিরিজ হেরে গেল দলটা। গতকাল চতুর্থ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও স্বাগতিক নেপালের কাছে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। ২১-১৭ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল নেপাল। তবে এই ম্যাচে বাজে রেফারিংয়ের অভিযোগ এনেছে বাংলাদেশ দল। নেপালের অব্যবস্থাপনা চোখে পড়েছে। সময় শেষ হওয়ার আগেই ম্যাচের শেষ বাঁশি বাজিয়েছে রেফারি। বাংলাদেশ দল এনিয়ে আপত্তি জানালে আবার খেলা শুরু হয়। সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায় নেপাল। এরপর তৃতীয় ম্যাচ জিতে সিরিজে টিকে থাকে বাংলাদেশ। -ক্রীড়া প্রতিবেদকগতকাল জয়ের বিকল্প ছিল না শ্রাবণীদের সামনে। পয়েন্ট সংগ্রহের দিক দিয়ে নেপালের চেয়ে একসময় এগিয়েও যায় বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘আমাদের মেয়েরা শুরু থেকেই ভালো খেলছিল। কিন্তু ম্যাচে যা দেখলাম, আমাদের মেয়েরা টাচ করছে সঙ্গে বোনাস পাচ্ছে। কিন্তু রেফারি বোনাস দিচ্ছে না। বাজে রেফারিংয়ের কারণে আমরা আজ ম্যাচটা হারলাম।’ আজ অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ।