কিশোরী নোলকজান প্রেমিকের কাছে প্রতারিত হয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়ে কিভাবে নিঃশেষ হন—তাই ফুটিয়ে তোলা হয়েছে এই পালানাটকে, যা দর্শকদের মনেও গভীর দাগ কেটেছে। বাদ্যের তালে নেচে গেয়ে সমসাময়িক ঘটনাগুলোকে এমনভাবে ফুটিয়ে তোলেন পালাকার, যেন দর্শকরা সরাসরি প্রত্যক্ষ করেন সেই দৃশ্য। দর্শকরাও ডুবে যান ঘটনাপ্রবাহে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, জেলা প্রশাসনের সহযোগিতায়, শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে পালানাটকটি মঞ্চস্থ হয়। পালাটি পরিবেশন করেন সায়িক সিদ্দীকী ও তার দল। পালায় অংশগ্রহণকারী সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যবিভাগের শিক্ষার্থী।
দেশীয় সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে বাংলা ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত বৈশাখী লোকনাট্য উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ আয়োজন করে। দেশের ১২টি জেলায় একযোগে তিন দিনব্যাপী চলছে এই উৎসব। তারই ধারাবাহিকতায় নেত্রকোনায় উৎসবের উদ্বোধনী দিনে পালানাট্যসহ কারবালার জারি গান পরিবেশিত হয়।
প্রথম দিন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিডি প্রতিদিন/আশিক