খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খসরুল আলম, সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম ও প্রভাষক হাসান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা হয়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের কাজ চলবে। ২৭ এপ্রিল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং বিকাল সাড়ে ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ভোট গ্রহণ শুরু এবং একই দিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এর মধ্য দিয়ে পঞ্চম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ