এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত খেলেছে লিভারপুল। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই শিরোপা জয়ের আর মাত্র এক ম্যাচ দূরে ‘অল রেড’ নামে পরিচিত দলটি। বুধবার আর্সেনালের হারের আশায় ছিল আর্নে স্লটের দল। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করায় লিভারপুল ২-এ থাকা আর্সেনালের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে। গানার্সরা হারলে অলরেডদের রেকর্ড ২০তম ইংলিশ শিরোপা নিশ্চিত হয়ে যেত। কিন্তু এ ড্রয়ে ২০২০ সালের শিরোপাজয়ীরা রবিবার ঘরের মাঠেই উদ্যাপনের সুযোগ পেল। আর্সেনালের হাতে আছে আর মাত্র চার ম্যাচ। অলরেডদের হাতে একটি ম্যাচ বেশি রয়েছে। রবিবার অ্যানফিল্ডে টটেনহ্যামের কাছে হার এড়াতে পারলে ম্যানচেস্টার ইউনাইটেডের সমান ২০তম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে লিভারপুলের।
ম্যাচ ড্রয়ের পর আর্সেনালের পয়েন্ট ৩৪ ম্যাচে ৬৭। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট এখন ৭৯। ৪৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ক্রিস্টাল প্যালেস। লিগে শেষ চার ম্যাচে তৃতীয় ড্রয়ের দেখা পেল আর্সেনাল। ঘরের মাঠে জ্যাকুব কিউর গোলে এগিয়ে যায় গানার্সরা। প্যালেসের হয়ে সমতা ফেরান এবেরেচি এজে। বিরতির আগে লিনড্রো ট্রোসার্ড আর্সেনালকে আবারও এগিয়ে দেন। বদলি বেঞ্চ থেকে উঠে এসে মাতেতা ম্যাচ শেষের ৭ মিনিট আগে প্যালেসের হয়ে সমতাসূচক গোলটি করেন। তবে আর্সেনালের ফোকাস এখন উয়েফা চ্যাম্পিয়নস লিগে। ২০০৯ সালের পর প্রথমবারের মতো তারা ইউরোপ-সেরার প্রতিযোগিতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে। মঙ্গলবার প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে মিকেল আর্তেতার আর্সেনাল।