বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার একঝাঁক তরুণ সদস্যের উপস্থিতিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্বপ্ন, সাহস আর সৃজনশীলতা—এই তিনে ভর করে নতুন বাংলাদেশ গড়ে তুলবে তরুণরাই'—এমন বিশ্বাস থেকেই এ আয়োজন।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে আলোচনা সভায় আলোচকরা গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা, বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে তরুণদের ভূমিকার কথা, তরুণদের দক্ষতার উন্নয়নের নানা পরিকল্পনা ব্যক্ত করেন।
বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার সভাপতি মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নাফিজ আল নোমান ও নারী ও শিশু বিষয়ক সম্পাদক প্রত্যাশা রাণীর যৌথ সঞ্চালনায় ‘তরুণদের নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় অংশ নেন দেড় শতাধিক বসুন্ধরা শুভসংঘের সদস্য ও সাধারণ শিক্ষার্থী।
সভায় কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহদী ইসলাম বলেন, ‘বাংলাদেশে এখনো বেকারত্বের সমস্যা রয়েছে। যার জন্য প্রয়োজন আমাদের জনবলের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান। এবং এই কর্মস্থানগুলোতে নিয়োগ দিতে হবে যোগ্যতা অনুসারী। তাহলে দেশে একদিকে মেধাবীরা কাজ করার সুযোগ পাবে, অন্যদিকে স্বজনপ্রীতি, বৈষম্য দূর হবে।’
বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, বসুন্ধরা শুভসংঘের স্লোগান ‘শুভ কাজে সবার পাশে।’ সমাজের যত শুভ কাজ রয়েছে, সেই কাজগুলোকে এগিয়ে নিতে প্রয়োজন তরুণদের এগিয়ে আসা। এই তরুণরাই পারে আধুনিক, শিক্ষিত ও দারিদ্র্যমুক্ত স্বনির্ভর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে। তরুণ মানেই বুকভরা অদম্য মনোবল। তাই ৭১-পরবর্তী ২০২৪ সালে বারবার রক্তে রঞ্জিত আগামীর বাংলাদেশে একজন তরুণ হিসেবে সব ধরনের বৈষম্যমূলক প্রথার অবসান করে একটি আদর্শিক এবং কল্যাণমূলক রাষ্ট্র চাই।
বসুন্ধরা শুভসংঘের সাংগঠনিক সম্পাদক মাহজাবিন আফরোজ বলেন, গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে, কীভাবে একজনের বিপদে আরেকজন এসে দাঁড়াতে হয়। বসুন্ধরা শুভসংঘে আমরা শুভ কাজে একজনের পাশে আরেকজন দাঁড়াই। নতুন বাংলাদেশ গড়তে হলে শুভ কাজে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার সহ-সভাপতি সানজিদা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আলম কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মো. লাদেন, সমাজকল্যাণ সম্পাদক সাফায়াত হোসেন সাগর, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শতাব্দী রায়, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক তিথি দাস, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কবির হোসেন, ক্রীড়া সম্পাদক শুভ আহমেদ, কার্যকরী সদস্য সানজিদা খানম।
বিডিপ্রতিদিন/কবিরুল