খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মো. মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা উপাচার্যের প্রতীকী চেয়ারে অগ্নিসংযোগ করেছেন।
শনিবার সন্ধ্যায় ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশে ‘ভিসির গদি’ লেখা একটা চেয়ারে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেন তারা।
এর আগে শিক্ষার্থীরা কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে উপাচার্যের পদত্যাগ চেয়ে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মিছিলটি দুর্বার বাংলার পাদদেশে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে সেখানে ভিসির প্রতীকী চেয়ারে অগ্নিসংযোগ করেন।
উল্লেখ্য, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ভিসির পদত্যাগ দাবিতে দুই মাস ধরে আন্দোলন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/নাজিম