চাঁদপুরে মতলব উত্তর উপজেলার বড় দুর্গাপুর গ্রামে ভিমরুলের কামড়ে সালামত মিয়াজির (৫৫) মৃত্যু হয়েছে। এতে তার স্ত্রীসহ আরো দুজন আহত হয়েছেন। শনিবার বিকালে ৪টায় মতলব উত্তর উপজেলার ঘাসিরচরের ঘোষ বাড়ি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত সালামত মিয়াজি (৫৫) উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি আলোর সন্ধ্যানে বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে তার স্ত্রী সেলিনা আক্তার ও অন্যরা মারাত্মক অসুস্থ হয়ে ঢাকা বারডেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। স্থানীয়রা ঘটনাটি খুবই মর্মান্তিক বলে উল্লেখ করেন।
এলাকাবাসী জানায়, শনিবার বিকালে তিনি তার স্ত্রীসহ মেয়ের বাড়ি ঘাসির চরে যাওয়া উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল বেপরোয়া কামড়ায়। খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাঁদেরকেও ভীমরুল কামড়ে আহত করে। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা বারডেম হাসপাতালে নিলে চিকিৎসকরা সালামত মিয়াজীকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মানিক জানান, ঘটনাটি একটি হৃদয় বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কস্টের। ঘটনার পরে আহত সালামত মিয়াজিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তার মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার পরিবারের আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বিডি প্রতিদিন/এএম