খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে গতকাল শহরের মহাজনপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে আদালত এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার ভোরে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে চবি শিক্ষার্থী রিশান চাকমা, মৈত্রীময় চাকমা, দিব্যি চাকমা, লংঙি ম্রো এবং অলড্রিন ত্রিপুরাকে অপহরণ করা হয়। এর মধ্যে রিশান চাকমা পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চবি শাখার সদস্য।
অপহরণের ঘটনায় ইউপিডিএফকে (প্রসীত) দায়ী করেছেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা। তবে অপহরণের অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, অপহরণের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, এখনো অপহৃতদের উদ্ধার করা যায়নি। যৌথ বাহিনী জোর প্রচেষ্টা চালাচ্ছে।