বরিশাল নগরীতে এক অটোচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সকালে নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আত্মহননকারী অটোচালক হলেন মো. মোস্তাফিজুর রহমান (৪০)। সে নগরীর হাতেম আলী কলেজ এলাকার বাসিন্দা।
তার স্ত্রী হনুফা আক্তার বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে বিরোধ রয়েছে। এ কারনে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত রয়েছেন স্বামী। এ নিয়ে হতাশায় নিজ ঘরের কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, গলায় ফাঁস দিয়ে এক অটোচালক আত্মহত্যা করেছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম