‘২০২৫ সালের মধ্যে ৫০টি সেঞ্চুরি করতে চাই’ — এই স্বপ্নটা বিজয়ের কাছে আজ আর কাগজে লেখা একখানা চিরকুট নয়, সেটা বাস্তব। ২০১৪ সালের ৮ এপ্রিল নিজের ডায়েরিতে লেখা সেই হলুদ রঙের চিরকুটে স্বপ্নের কথা আজ মিলে গেল বাস্তবে। বছর শেষ হওয়ার ৮ মাস আগেই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৫০তম সেঞ্চুরি পূরণ করে রেকর্ড গড়লেন এনামুল হক বিজয়।
আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের উইকেটরক্ষক-ব্যাটার বিজয় হয়ে গেলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার, যিনি সব ফরম্যাট মিলিয়ে করেছেন ৫০টি সেঞ্চুরি। সেই বিশেষ সেঞ্চুরিটা এসেছে শরীফুল ইসলামের বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে—ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে।
স্বীকৃত ক্রিকেটে বিজয়ের ৫০ সেঞ্চুরির মধ্যে ২৪টি এসেছে প্রথম শ্রেণির ম্যাচে, ২৩টি লিস্ট ‘এ’ এবং বাকি ৩টি টি-টোয়েন্টি ফরম্যাটে। আজকের ম্যাচে তিনি অপরাজিত থাকেন ১১০ রানে, ১০টি চার এবং ১টি ছক্কার সুবাদে গাজী গ্রুপ ক্রিকেটার্স পেয়েছে ৭ উইকেটের সহজ জয়। রূপগঞ্জের দেওয়া ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দলের অন্য দুই ব্যাটার তানজিদ হাসান তামিম (৬৮) ও সাইফ হাসান (৫২) দিয়েছেন গুরুত্বপূর্ণ অবদান।
বিডি প্রতিদিন/মুসা