পটুয়াখালীর দুমকীতে পিয়ারা বেগম (৯০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে আলী আকবরের বাড়িতে শনিবার রাতে এ ঘটনা ঘটে। জড়িত সন্দেহে স্থানীয়রা মনির নামে একজনকে পুলিশে দিয়েছেন। মনির পিয়ারার দূরসম্পর্কের নাতি। এদিকে কক্সবাজারের টেকনাফে মোবাইলফোন চুরির অভিযোগে পিটুনি ও ছুরিকাঘাতে নজিমুল্লাহ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পৌরসভার কায়ুকখালীয়াপাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। নজিমুল্লাহ কায়ুকখালীয়াপাড়ার রহিম উল্লাহের ছেলে।