রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে জাহেদুল ইসলাম পারভেজ নামে এক ছাত্র নিহত হয়েছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত জাহেদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহে।
ওসি রাসেল সারোয়ার বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী শিঙাড়া খাচ্ছিলেন। এসময় একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থী শিঙাড়া খাওয়া দেখে হাসছিলেন। তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা হাসার কারণ জানতে চাইলে সংঘর্ষ বাধে।
তিনি আরও লেন, সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে পারভেজ গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/নাজিম