মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর বহুমাত্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো ঐতিহ্যবাহী 'ফাগুয়া উৎসব' অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালভাবে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক প্রিতম দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, ওসি মো. আমিনুল ইসলাম, ফিনলে বালিশিরা ডিভিশনের ডিজিএম মো. সালাউদ্দীন, চা শ্রমিক পরিমাসিং বাড়াইক ও রত্না তাঁতি প্রমুখ।
দেশে চা জনগোষ্ঠীর ছোট বড় ৪৫ টি জাতির মধ্যে ৩২টি জাতিগোষ্ঠী এই উৎসবে তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে। দিনব্যাপী চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল এই উৎসবে ভোজপুরিরা গুরুবন্দনা, হোলি গীত, কমেডী ও বিহরা, উড়িষ্যারা পত্র সওরা, হাড়ি নৃত্য ও চড়াইয়া নৃত্য, বাড়াইকরা ঝুমুর স্বেত, তেলেগুরা ভাল ও কাঠি নৃত্য, মহাতো কুর্মীরা ঝুমুর নূত ও গড় সম্প্রদায় হোলি গীত পরিবেশন করে।
উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বোনার্জী জানান, 'দিনে দিনে চা জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আমরা চা জনগোষ্ঠীর হারিয়ে যাওয়া সংস্কৃতি গুলো ধরে রাখার জন্যই এই উৎসবের আয়োজন করেছি। সিলেট বিভাগের বিভিন্ন চা বাগান থেকে চা জনগোষ্ঠী এই উৎসবে এসে তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরছে। উৎসবে বিভিন্ন বাগান থেকে আসা চা জনগোষ্ঠী ছাড়াও অন্য জাতি ধর্মের মানুষেরাও অংশ নেন।'
বিডি প্রতিদিন/মুসা