প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। তবে ভাগ্য সহায় হয়নি। পাকিস্তানে গিয়েও মাঠে নামা হলো না তার। অনুশীলনের সময় আঙুলে চোট পেয়ে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
লিটনের অনুপস্থিতিতে করাচি কিংস দলভুক্ত করেছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্পেশালিস্ট বেন ম্যাকডারমটকে। বিষয়টি নিশ্চিত করেছে করাচি কিংস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে বলা হয়েছে: অস্ট্রেলিয়ান পাওয়ারহাউস বেন ম্যাকডারমট করাচি কিংসে লিটন দাসের বিকল্প হিসেবে যোগ দিয়েছেন।
২৯ বছর বয়সী এই অজি ব্যাটার অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ, যেখানে ১৮ গড় ও ৯৯.৭০ স্ট্রাইক রেটে করেছেন ৩৪২ রান। তিনি দক্ষিণ আফ্রিকার এসএ টি-২০, শ্রীলঙ্কার এলপিএল এবং আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ।
বিডি প্রতিদিন/মুসা