অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের প্রধান কোচ এডি হাউ। ফলে রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগআউটে থাকছেন না তিনি।
শনিবার এক বিবৃতিতে নিউক্যাসল জানায়, ৪৭ বছর বয়সী হাউ কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন। শুক্রবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, তার জ্ঞান রয়েছে এবং তিনি পরিবারের সঙ্গে কথা বলছেন।বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলছে।
সম্প্রতি লিগ কাপ জয় করে ক্লাবের ৭০ বছরের ট্রফি খরা কাটানোর কৃতিত্ব এডি হাউয়ের। বর্তমানে নিউক্যাসল প্রিমিয়ার লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে।
২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর এডি হাউ নিউক্যাসলকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৫ ম্যাচে ৮৪টি জয়, ৩৬টি ড্র এবং ৪৫টি হার রয়েছে ক্লাবটির।
বিডি প্রতিদিন/মুসা