ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা থামছেই না। যুদ্ধবিরতি ভেঙেও চলছে হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ৫৬৩ জন নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।
খবরে বলা হয়, শনিবার দেওয়া এক নতুন বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এর ফলে ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলার ধারায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৬৩ জনে। উদ্ধারকারীদের মতে, নিহতদের মধ্যে শত শত শিশু রয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত মোট ৫০,৯৩৩ জন নিহত এবং ১১৬,০৪৫ জন আহত হয়েছেন।
শনিবার ইসরায়েলি বাহিনীর গাজার তুফাহ এলাকায় এক হামলায় কমপক্ষে একজন নিহত হন এবং দুই শিশু আহত হয়। উত্তরের বেইত লাহিয়ার আল-আতাতরা এলাকায় আরও দুই ফিলিস্তিনি নিহত হন, এবং খান ইউনুসের দক্ষিণে কিজান আন-নাজ্জার এলাকায় একটি ড্রোন হামলায় আরেকজন নিহত হন।
খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায়, যেটিকে ইসরায়েল তথাকথিত “নিরাপদ এলাকা” হিসেবে ঘোষণা করেছিল, সেখানে শরণার্থীদের তাবুতে বিমান হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/নাজিম