অমর একুশে বইমেলায় এসেছে সাবিত সারওয়ারের ছোটদের গল্পের বই ‘মেছোভূতের কান্না’। এটি কোনো সাধারণ ভূতের গল্প নয়, বরং বাস্তব ঘটনাকে কল্পনার ছোঁয়ায় গল্পে রূপ দিয়েছেন লেখক। বইটিতে ৯টি ভিন্ন স্বাদের গল্প রয়েছে, যেখানে শিশু-কিশোরদের মনন ও বিনোদনের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে। প্রতিটি গল্পে উঠে এসেছে শিশুমনের কল্পনা ও কৌতূহল, পাশাপাশি শিক্ষণীয় বিষয়বস্তুও স্থান পেয়েছে। উদ্দেশ্য একটাই— নতুন প্রজন্মকে সম্প্রীতি ও সহনশীলতার চর্চায় উদ্বুদ্ধ করা।
নামের শিরোনাম ‘মেছোভূতের কান্না’ গল্পে উঠে এসেছে এক গ্রামীণ পটভূমি। আধুনিকতার ছোঁয়া লাগলেও গল্পের সেই পরিবেশ আজও সমান প্রাসঙ্গিক। গল্পের দুই চরিত্র দবির ও মতি ভাই, যারা প্রতিদিন ভোরে নদীতে মাছ শিকারে যান। একদিন পূর্ণিমার রাতে মতি ভাইকে শ্মশানঘেঁষা নদীতে ডেকে নেয় মেছোভূত! ভোররাত ভেবে সে জাল-দড়ি নিয়ে নদীর দিকে রওনা দেয়। কিন্তু দবির কোনো কথা বলে না, শুধু এগিয়ে যেতে থাকে।
নদীর বাঁকে পৌঁছে দবির আচমকা জাল ফেলে। মতি ভাই দেখে দবির জালভর্তি মাছ পাচ্ছে, কিন্তু তার জাল ফাঁকা! সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখে— দবির মাছ পাত্রে না রেখে মুখে পুরে চিবিয়ে গিলে ফেলছে! এই দৃশ্য দেখেই অজ্ঞান হয়ে পড়ে মতি ভাই! এরপর শুরু হয় মতি ভাই ও মেছোভূতের সংলাপ— চলে দীর্ঘ সময় একে অপরকে পরাস্ত করার চেষ্টা। গল্পের গভীরতা পাঠকদের নতুন এক স্বাদ দেবে।
বইটিতে আরও পাওয়া যাবে ‘কালরাতে ফুলপরি এসেছিল’, ‘দুষ্টু ইঁদুরের কাণ্ড’, ‘একজন বাবার অভাবে’, ‘থ্যাংক ইউ মিস’-সহ ৯টি চমৎকার গল্প। এগুলো শুধু বিনোদন নয়, বরং শিশু-কিশোরদের মানসিক বিকাশেও সহায়ক।
চার রঙের প্রচ্ছদে প্রকাশিত বইটি পাওয়া যাবে পুথিনিলয় প্রকাশনীর ১৬ নম্বর প্যাভিলিয়নে এবং দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সংগ্রহ করা যাবে।
বিডি প্রতিদিন/আশিক