জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে কোনো ফাইল আসলে তা ডাউনলোড করে এরপর দেখতে হয়। হোয়াটসঅ্যাপে অনেকেই বিভিন্ন দরকারি ডকুমেন্ট পাঠান অন্যজনকে। এখন যে ফিচার রয়েছে সেক্ষেত্রে আপনি ডাউনলোড না করলে এই ডকুমেন্ট দেখতে পাবেন না।
তবে হোয়াটসঅ্যাপ সংস্থা এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে যার সাহায্যে ব্যবহারকারীরা ডকুমেন্ট ডাউনলোড না করেও দেখতে পাবেন সেখানে কী রয়েছে। ব্যবহারকারীদের সুবিধায় হোয়াটসঅ্যাপ প্রায়ই নিত্যনতুন ফিচার চালু করে। এটিও তেমনই একটি ফিচার হতে চলেছে।
মূলত হোয়াটসঅ্যাপ থেকে ডকুমেন্ট ডাউনলোড করলে তা ফোনে সেভ হয় এবং ফোনের স্টোরেজের একটা অংশে সেই ডকুমেন্ট সেভ হয়ে যাওয়ার ফলে স্টোরেজের পরিমাণ কমতে থাকে। এবার যাদের কাজের সূত্রে হোয়াটসঅ্যাপে একাধিক ডকুমেন্ট আসে এবং সেগুলো ডাউনলোড করা হয়, তখন ফোনের স্টোরেজের উপর চাপ পড়তে পারে। এইসব সমস্যা ইউজাররা যাতে এড়িয়ে যেতে পারেন তাই জন্যই হোয়াটসঅ্যাপ সংস্থা এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে।
এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপে কবে সব ব্যবহারকারীদের জন্য চালু হবে তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে হোয়াটসঅ্যাপের সব ব্যবহারকারীদের জন্য এই নতুন ফিচার চালু হয়ে গেলে যে অনেক সুবিধা হবে সেকথা এরই মধ্যে বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে এই নতুন ফিচার নিয়ে কাজ চলছে। যা বোঝা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে ডকুমেন্ট পাঠানোর সময় একটা প্রিভিউ দেখতে পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ কাউকে ডকুমেন্ট পাঠানো সময় ছোট্ট একটা ছবি দেখা যাবে। ডকুমেন্ট খুলে দেখার আগে পর্যন্ত এই ছবি থাকবে।
বিশেষ করে ছবি এবং ভিডিও ডকুমেন্ট করে পাঠালে অর্থাৎ ডকুমেন্ট ফরম্যাটে পাঠালে ব্যবহারকারীরা এই প্রিভিউ ফিচারের সুবিধা বেশি করে বুঝতে পারবেন। তার ফলে আপনার হোয়াটসঅ্যাপে কোনও আপত্তিকর বা অশালীন কনটেন্ট আসছে কিনা সেটাও কনটেন্ট খুলে বা ডাউনলোড করে দেখার আগেই বুঝে যাবেন আপনি। এখন হোয়াটসঅ্যাপে ছবি এবং ভিডিও ডকুমেন্ট ফরম্যাটে পাঠানো সুবিধা আছে। কিন্তু যাকে পাঠাচ্ছেন তিনি ডাউনলোড না করে ওই ছবি কিংবা ভিডিও দেখতে পাবেন না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ