ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন ভিসার আবেদনকারীদের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। চলমান ২০২৫ সালের ফ্যামিলি ভিসা আবেদনগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়াকরণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
সোমবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, “ফ্যামিলি রিইউনিয়ন ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ভিসা অফিস নিয়মিত কাজ করছে। ২০২৫ সালের আবেদনগুলো প্রক্রিয়াকরণ এখন ভিসা অফিসের অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে।”
২০২৪ সালের জমে থাকা ফাইল (ব্যাকলগ) নিয়েও দূতাবাস বলেছে, “পিছিয়ে থাকা আবেদনগুলোও ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক অগ্রাধিকার নীতিমালার আওতায় নিষ্পত্তি করা হচ্ছে।”
দূতাবাসের বার্তায় বলা হয়, “জরুরি কেস যেমন শিশুদের বিষয় কিংবা মানবিক বিবেচনার আবেদনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু আবেদন বিচারিক সিদ্ধান্ত ও আইনি বিবেচনায় দ্রুত প্রক্রিয়াকরণ করা হচ্ছে।”
“আবেদনকারীরা যেন ধৈর্য ধারণ করেন এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে নিয়মিত আপডেটের অপেক্ষা করেন,”—বলেন দূতাবাস কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/আশিক