দরিদ্র পরিবারে জন্ম আমার। তিন ভাই-বোনের মধ্যে আমি সবার বড়। ছোটবেলায় আমার মা মারা গিয়েছে। মানুষের বর্গা জমি নিয়ে চাষ এবং দিনমজুরি করে আমাদের খরচ বহন করতেন আমার বাবা। টাকার অভাবে আমি ভর্তি কোচিং করতে পারিনি, এমনকি বই কেনার টাকাও ছিল না।ফলে আমি কোথাও চান্স পায়নি। দ্বিতীয় বার নিজের চেষ্টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে পড়ার সুযোগ পাই।
আমি ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়ের পড়লে কষ্ট দূর হবে, কিন্তু সেইখান থেকেই যেন নতুন কষ্ট যোগ হলো। খরচের সবদিক সামলাতে হিমশিম খাচ্ছি। সামনে পরীক্ষা। প্রথম বর্ষের সেমিস্টার ফি এর টাকা যোগাড় করতে পারিনি, তার জন্য খুব দুশ্চিন্তায় ছিলাম। তখন আমার এক বন্ধুর কাছে বসুন্ধরা শুভসংঘের কথা জানতে পারি। বন্ধুর সহায়তায় আমি যোগাযোগ করলাম।
আমার দূরাবস্থার কথা জেনে বসুন্ধরা শুভসংঘ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাদের সহযোগিতায় আমি প্রথম বর্ষের সেমিস্টার ফি জমা দিতে পেরেছি। সেই সাথে আমাকে শিক্ষা উপকরণ কেনার জন্যও আর্থিক সহায়তা করা হয়। বসুন্ধরা শুভসংঘের সহায়তা পেয়ে এখন আমি চিন্তামুক্তভাবে পরীক্ষা দিতে পারবো। আমার পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা শুভসংঘের সকলকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন