দেড় শতাধিক আর্টিকেল নিয়ে লেখক মোহাম্মদ কামাল হোসেন লিখেছেন ‘সালাত ও বিজ্ঞান’। বইটিতে কয়েকজন বিখ্যাত ব্যক্তির মতামত ও কিছু গবেষণার ফলাফল তুলে ধরা হয়েছে।
যোগব্যায়াম, রিফ্লেক্সোলজি, ধ্যান ও ব্যায়ামের সঙ্গে সালাতের তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। পরিশেষে কোরআন হাদিসের আলোকে সালাত ও কিভাবে একটি ভালো সালাত অর্জন করা যাবে তার আলোচনা করা হয়েছে। ছোট-বড় সব মিলিয়ে ১৫০টিরও বেশি আর্টিকেল লিখা হয়েছে।
মুসলমানের অবশ্যকীয় ইবাদত সালাত। এই সালাতকে মুমিনের মেরাজ, আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথনসহ নানাভাবে বর্ণনা করা হয়। আর নামাজের প্রস্তুতি হিসেবে একজন মুসলিমকে কিছু কাজ করতে হয়। এসব কাজ শুধু যে ইবাদত তাই নয়। এর পেছনে বিদ্যমান রয়েছে বিজ্ঞানের অনেক মর্মময় কথা। যা সালাত ও বিজ্ঞান বইটিতে লেখন তুলে ধরার চেষ্টা করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত