নেত্রকোনার দুর্গাপুরে জমিতে দেয়ার কীটনাশক খেয়ে মারা গেছেন সন্তোষ দেবনাথ (৭০) নামের বীর মুক্তিযোদ্ধা। লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠিয়েছে বলে সোমবার দুপুরে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান। তিনি জানান, এসকল অপমৃত্যু হলে আমরা ময়নাতদন্ত করে লাশ হস্তান্তর করি।
ময়নাতদন্তের পর বিকালে নিজ গ্রামে গার্ড অব অনার প্রদান করা হবে। ঘটনাটি ঘটেছে উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে। বীর মুক্তিযোদ্ধা ওই গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে। তার দুই ছেলে সন্তান দুজনই সরকারি চাকরিজীবি এবং তিনি অনেক দিন ধরে শারিরীকভাবে অসুস্থ ছিলেন। গত রবিবার (১৮মে) রাতে কীটনাশক পান করলে স্ত্রী পুস্প দেবনাথ (৫৫) দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মারা যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধার নিজ বসত ঘরে সকরে অগোচরে রবিবার সন্ধ্যার পর কীটনাশক খেয়ে ছটপট করছিলেন। এমন অবস্থায় স্ত্রী পুস্প দেবনাথ (৫৫) চিৎকার করতে থাকলে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মারা যান। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/এএম