লা লিগার চলতি মৌসুমের শেষ দিকে এসে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দিন কাটল ভিন্নভাবে। শিরোপা আগেই নিশ্চিত করা বার্সেলোনা নিজেদের মাঠে ভিয়ারিয়ালের কাছে হেরে বসে, অন্যদিকে রিয়াল মাদ্রিদ সেভিয়ার বিপক্ষে জয় তুলে নেয়।
বার্সেলোনার হারের গল্প
ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুতেই চাপে পড়ে বার্সেলোনা। চতুর্থ মিনিটে আয়োজে পেরেজের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। তবে ৩৮ মিনিটে লামিন ইয়ামাল সমতা ফেরান। প্রথমার্ধের যোগ করা সময়ে ফারমিন লোপেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে সান্তি কমোসোনার গোলে ভিয়ারিয়াল সমতা ফেরায়। এরপর বার্সেলোনা একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। ম্যাচের ৮০তম মিনিটে তাজন বুকানানের গোলে ভিয়ারিয়াল ৩-২ ব্যবধানে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।
রিয়াল মাদ্রিদের দাপুটে জয়
সেভিয়ার মাঠে রিয়াল মাদ্রিদ শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। ম্যাচের ১১ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে সেভিয়ার লোইক বাদে সরাসরি লাল কার্ড দেখেন। দ্বিতীয়ার্ধে সেভিয়ার ইসাক রোমেরোও লাল কার্ড দেখেন, ফলে সেভিয়া ৯ জনের দলে পরিণত হয়।
৭৫ মিনিটে এমবাপ্পের নিচু শটে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। ৮৭ মিনিটে বেলিংহ্যাম গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
লা লিগার শেষভাগে রিয়াল মাদ্রিদ তাদের জয় দিয়ে মৌসুম শেষ করল, যা তাদের আত্মবিশ্বাস বাড়াবে। অন্যদিকে, বার্সেলোনার জন্য এটি ছিল হতাশাজনক রাত—ঘরের মাঠে হার দিয়ে মৌসুম শেষ করাটা তাদের জন্য চিন্তার বিষয়।
বিডি প্রতিদিন/জামশেদ