কবিতা হলো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে প্রতিবাদের শক্তিশালী অস্ত্র। দেশ মাতৃকার যেকোনো ক্রান্তিলগ্নে কবিতা হয়ে ওঠে প্রতিবাদের মুখ্য অস্ত্র। অশান্ত হৃদয় প্রশান্তিকরণে কবিদের কবিতার জাদুকরি ভাষা এক নিয়ামক হিসেবে কাজ করে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ’২৪-এর গণঅভ্যুত্থান সফল করতে দেশের কবি-সাহিত্যিকদের কবিতা মানুষের হৃদয়কে আন্দোলন-সংগ্রামের পথ দেখাতে সহায়তা করেছে।
বৃহস্পতিবার বিকালে সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদারের ৭ম কাব্যগ্রন্থ ‘বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি’- এর প্রকাশনা উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহিত্যিক ও রাহমাতুননেসা চ্যারিটির চেয়ারম্যান আব্দুস সাত্তার এসব কথা বলেন।
আল-আমিন স্মৃতি পরিষদের আয়োজনে কুমিল্লা দাউদকান্দি পৌরসভার তাসফিন সিএনজি স্টেশন এলাকার একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজকর্মী তৌফিক রুবেলের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহির উদ্দিন। বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোখলেছুর রহমান, এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রধান, সাবেক ফুটবলার জামাল উদ্দিন মোল্লা, সাবেক ছাত্র নেতা বোরহান উদ্দিন ভূঁইয়া, বৃহত্তর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল করিম সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল হোসেন সরকার, ক্রীড়া ব্যক্তিত্ব মহিউদ্দিন মহি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূরুল আমিন, সমাজকর্মী রিটু সরকার ও মোল্লা সোহেল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএ মামুন সরকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোল্লা সোহেল।
বিডিপ্রতিদিন/কবিরুল