বিশাল আকৃতির ষাঁড় ‘ঠাণ্ডাভোলা’ এবারের কোরবানির হাটে দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশা করা যাচ্ছে।
যশোরের অভয়নগর উপজেলার ফুলগাতি গ্রামের প্রসেনজিৎ রায়ের বাড়িতে বেড়ে ওঠা ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই শান্ত স্বভাবের ষাঁড়টির ওজন প্রায় ১৩শ’ কেজি বা সাড়ে ৩২ মণ। দাম ধরা হয়েছে ১২ লাখ টাকা।
প্রসেনজিৎ রায় জানান, চার বছর ধরে পরম আদরে ঠাণ্ডাভোলাকে লালন-পালন করছেন তিনি ও তার পরিবার। প্রতিদিন দুইবার গোসল, গমের ভূষি, ভুট্টার গুঁড়া, চালসহ ১০-১২ কেজি পুষ্টিকর খাদ্য দেওয়া হয় তাকে, যাতে দৈনিক খরচ পড়ে প্রায় ৭০০ টাকা।
প্রসেনজিতের মা ঝর্ণা রায় ঠাণ্ডাভোলার যত্নে সবচেয়ে বেশি সময় দেন। তিনি বলেন, “গত চার বছর সন্তানের মতো মমতায় তাকে বড় করেছি। এবার কোরবানির ঈদে হাটে তোলা হবে জেনেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তবে বিক্রি তো করতেই হবে।”
প্রসেনজিৎ জানান, ঠাণ্ডাভোলাকে লালন-পালনে এরইমধ্যে ১০ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। তাই ১২ লাখ টাকা দাম চাওয়া হলেও এখনও কোনো ক্রেতা যোগাযোগ করেননি। তবে প্রতিদিন অসংখ্য উৎসুক মানুষ ষাঁড়টিকে একনজর দেখতে ভিড় করছেন তাদের বাড়িতে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ