গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) এবারই প্রথমবারের মতো মুসলিম নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ষষ্ঠ তলার পূর্ব পাশে নির্ধারিত স্থানে নামাজের কক্ষ, ওযু ও ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের মুসলিম নারী শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন।
রবিবার (১৮ মে) নবনির্মিত নামাজ কক্ষ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এছাড়াও বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার ওয়াক্তিয়া মসজিদটি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংস্কার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ