সাংবাদিক কাওসার বকুলের চলচ্চিত্রবিষয়ক দুটি বই বাজারে এসেছে। ২০২২ সালে প্রকাশিত ‘চলচ্চিত্রকথা : কী দেখার কথা, কী দেখছি’ এবং এবার প্রকাশিত ‘চলচ্চিত্রবীক্ষণ : কতই রঙ্গ দেখি’ বই দুটি বইমেলায় পাওয়া যাচ্ছে।
বই দুটি প্রকাশ করেছে বাংলানামা প্রকাশনী। দেশের প্রখ্যাত চিত্রশিল্পী ও গল্পকার আইয়ুব আল আমিনের প্রচ্ছদে বই দুটি পাওয়া যাচ্ছে বইমেলার বাংলানামা’র স্টলে (স্টল নম্বর : ৫৬০)।
কাওসার বকুল বলেন, বই দুটি চলচ্চিত্রবিষয়ক। প্রথমটিতে আমাদের দেশের প্রেক্ষাগৃহ কোন আর্থ-সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে উঠেছিল এবং কোন প্রেক্ষাপটে ভেঙে ফেলা হচ্ছে, তা নিয়ে আলোচনা রয়েছে। এ ছাড়া চলচ্চিত্রের নাম নিয়েও ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনার পাশাপাশি ১৯৪৭ সালের দেশভাগে পশ্চিমবঙ্গে যাওয়া বাঙালিদের পরবর্তী অবস্থা নিয়েও আলোচনা রয়েছে। বিদেশিদের দৃষ্টিতে ভারতীয় উপমহাদেশ কীভাবে চিত্রায়িত হয়েছে, সেসবও চলচ্চিত্রের মধ্য দিয়ে বিশ্লেষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দ্বিতীয় বইয়ে গ্রিস, ইরান, ডেনমার্ক, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিখ্যাত ছয়টি চলচ্চিত্রের আধেয় বিশ্লেষণ করা হয়েছে। তাতে গুম, খুন আতঙ্ক নিয়ে আলোচনা রয়েছে ; আত্মহত্যা প্রবণতা বনাম জীবনের জয়গান নিয়েও রয়েছে আলোচনা। এ ছাড়া যৌনতা, নগ্নতা ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে আলোচনা রয়েছে। ব্যক্তির সফলতা এবং রাষ্ট্রের চরিত্রও বিশ্লেষণ করা হয়েছে। আছে পুরষ্কারের রাজনীতি নিয়েও চমৎকার আলোচনা। সবমিলিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে নিজেদের চিন্তা শাণিত করার রশদ পেতে পারেন পাঠক।
কাওসার বকুলের চলচ্চিত্রবিষয়ক প্রবন্ধগ্রন্থ এই দুটি হলেও, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত চলচ্চিত্রবিষয়ক ষাণ্মাসিক জার্নাল ম্যাজিক লণ্ঠন-এ তার লেখা প্রকাশ হয়েছে ছাত্রজীবন থেকেই। এই দুই বইয়ের প্রতিটি প্রবন্ধ প্রথমে ম্যাজিক লণ্ঠনে প্রকাশ হয়েছে। বর্তমানে দৈনিক কালের কণ্ঠ-তে কর্মরত আছেন কাওসার বকুল।
বিডি প্রতিদিন/এমআই