জামালপুরের সরিষাবাড়ীতে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে সাইবার অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ মে) সকালে আরামনগর কামিল মাদ্রাসার হল মিলনায়তনে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখা।
বসুন্ধরা শুভসংঘ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামনগর কামিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান।
এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি ক্রীড়া সংগঠক, শিক্ষক ও সাংবাদিক মমিনুল ইসলাম কিসমত, বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উপদেষ্টা ও কম্পিউটার প্রযুক্তি ডিপ্লোমা প্রকৌশলী সোহানুর রহমান সোহান, বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি লিমন মিয়া।
আলোচনা সভায় সোহানুর রহমান সোহান ইন্টারনেট, ফোন ও কম্পিউটার সিস্টেম হ্যাকিং বা সাইবার আক্রমণে প্রতিরোধ, অপরাধ রোধ, ইন্টারনেট ভিত্তিক ভার্চুয়াল জগৎ সম্পর্কে শিক্ষার্থীদের সামনে আলোচনা করেন। এছাড়াও হ্যাকিং, ফিশিং (ভুয়া ওয়েবসাইট বানিয়ে তথ্য হাতিয়ে নেওয়া), ব্যক্তিগত ছবি বা তথ্য ফাঁস, ভুয়া প্রোফাইল তৈরি করে হয়রানি এবং অর্থ চুরি বা ব্ল্যাকমেইল থেকে নিজেদের সুরক্ষা রাখার নানা দিক তুলে ধরা হয়। এই ধরনের অপরাধের শিকার হতে পারে যে কেউ। তাই সচেতনতা ও প্রতিরোধই পারে নিজেদের সুরক্ষিত রাখতে— যোগ করেন তিনি।
আলোচনায় ক্রীড়া সংগঠক, শিক্ষক ও সাংবাদিক মমিনুল ইসলাম কিসমত তার বক্তব্যে ইভটিজিং প্রতিরোধ ও প্রতিকারের করণীয়গুলো নিয়ে বিশদ আলোকপাত করেন। এ সময় তিনি আরও বলেন, ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্লাসরুমে ইভটিজিং সম্পর্কে আলোচনা করা ও এর নেতিবাচক বিষয় তুলে ধরতে হবে। ইভটিজিংয়ের ঘটনা ঘটলে ভিকটিমের পাশে সবাইকে দাঁড়ানো উচিত। ইভটিজিংযের আশঙ্কা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো দরকার বলে জানান তিনি।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বসুন্ধরা শুভসংঘের আয়োজনের মাধ্যমে গুরুত্বপূর্ণ দুটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। এজন্যে বসুন্ধরা শুভসংঘের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তারা। এরপর ভালো কাজে বসুন্ধরা শুভসংঘের সাথে সব সময় থেকে কাজ করার আশা প্রকাশ করেন।
প্রধান অতিথি মাওলানা লুৎফর রহমান বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে অপরাধ প্রতিরোধ এবং ইভটিজিংয়ের শিকার হলে দ্রুত আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে এসে এ ধরনের অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ