অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ড. সাজেদুল ইসলামের উপন্যাস ‘জলকপোত’।
উপন্যাসটি প্রকাশিত হয়েছে চন্দ্রাবতী প্রকাশনী থেকে। ‘জলকপোত’ পাওয়া যাচ্ছে মেলার ৩৮৩-৩৮৫ স্টলে। এর প্রচ্ছদ করেছেন রুবাইয়াত ইবনে নবী। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।
‘জলকপোত’ মূলত একজন নারীর গল্প। এতে তুলে ধরা হয়েছে সশস্ত্র সংগ্রামে নিবেদিত এক দম্পতির বীরোচিত তৎপরতার আখ্যান। এতে ফুটে উঠেছে নায়িকার আঁখি যুগল প্রেম ও প্রতিশোধে পূর্ণ- ভঙ্গি নিরাভরণ। তার সঙ্গীদের প্রত্যেকে পর্যায়ক্রমে বিভ্রান্তিতে আক্রান্ত, সংকল্পে আবদ্ধ আর আকাঙ্ক্ষায় অবিচল।
এই আখ্যানের ক্রমবিকাশ মেঘে, বৃষ্টিতে ও বর্ষাকালে নিমজ্জিত। বর্ষাপীড়িত নদীর ঢেউ, চঞ্চল কালো নৌকা, নির্বিকার মাঝি, সবুজ গুল্ম এবং একদল বিপ্লবীর সংস্পর্শে এই গল্প পরিণত। অন্যায়-অনাচার উচ্ছেদে সোনালি ধানের মাঠ, ফসলের প্রকৃত হকদার কৃষক এবং একটি পেয়ারাবাগান কীভাবে সুবাস ছড়িয়ে পথ রচনা করল-তা আখ্যানের অন্যতম উপজীব্য। আখ্যান ভাগের ভিত্তি ভূমি জুড়ে গ্রামীণ অর্থনীতি, চাতালের কারবার, লোকসমাচার এবং জীবনসংকটের বিস্তীর্ণ আলাপ বিদ্যমান। উপন্যাসের চরিত্ররা প্রেমাসক্ত, প্রকৃতি কাতর, বিপ্লবের প্রতি মোহাবিষ্ট এবং উত্থানাকাঙ্ক্ষী। শেষতক তারা ব্যক্তিত্বে প্রগাঢ়, মননে তীব্রতর এবং চিন্তায় স্থির- যা আখ্যানকে এক অমীমাংসিত সত্যের মুখোমুখি নিয়ে যায়।
ড. সাজেদুল ইসলাম বর্তমানে শিক্ষকতা করছেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে। এর আগে তিনি বিবিসি, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে কাজ করেছেন।
তিনি নাট্যতত্ত্ব, চলচ্চিত্র, সাংবাদিকতা এবং ভাষা নিয়ে পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চেন্নাইয়ের এশিয়ান কলেজ অব জার্নালিজম এবং তুরস্কের আনাদোলু বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও, লন্ডন ফিল্ম স্কুলে চলচ্চিত্রের গল্পকথন কোর্সে অংশ নিয়েছেন।
সাহিত্যনির্ভর নির্বাচিত বাংলা চলচ্চিত্রের নন্দনতাত্ত্বিক মূল্যায়ন শীর্ষক অভিসন্দর্ভের জন্য তিনি ২০২৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কথাসাহিত্যিক সাজেদুল ইসলামের প্রথম উপন্যাস ‘সোনার নাও পবনের বৈঠা’। বইটি ২০২৩ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল কাগজ প্রকাশন থেকে। উপন্যাসটির জন্য লেখক পেয়েছিলেন ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০২২’।
তার আরও প্রকাশিত গ্রন্থগুলো হলো- অবিরত জোছনার গান (উদ্যোগ : ২০১৬), শিক্ষায় দর্শন দর্শনের শিক্ষা : সৈয়দ মিজানুর রহমানের মুখোমুখি দশ বিশিষ্টজন (ঐতিহ্য : ২০২২)। সাজেদুল ইসলাম সম্পাদনা করেছেন- রাজনীতির ছোট কাগজ সৈনিক (২০১২-২০১৪) ও আন্ডাসটান্ডিং দি প্রাইমারি স্কুলিং অব বাংলাদেশ (২০১৬)।
বিডি প্রতিদিন/মুসা