সাংবাদিক মাইদুর রহমান রুবেলের লেখা ৩ বই প্রকাশ পেয়েছে এবারের একুশে বইমেলায়। ২০০০ সাল থেকে লেখালেখি শুরু করেন রুবেল। সেই হিসেবে এ বছর লেখালেখির ২৫ বছর তথা রজত জয়ন্তী মাইদুর রহমান রুবেলের। লেখালেখির এই ২৫ বছরে প্রকাশিত হয়েছে অন্তত ১৭টি বই। যার মধ্যে উল্লেখযোগ্য ছোট গল্প, শিশুসাহিত্য, সাংবাদিকতা, জুলাই বিপ্লব উল্লেখযোগ্য।
এ বছর লেখক রুবেলের ৩টি নতুন বই প্রকাশিত হয়েছে। ইতি প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে “৩৬ জুলাই স্বৈরাচার পতন বাঙালির মুক্তি” এবং “৭ নভেম্বর ইতিহাসের নতুন মোড়”। আর শিশুতোষ বই “পরীস্থানে রয়েল বেঙ্গল টাইগার” প্রকাশ করেছে কানামাছি প্রকাশনী।
মাইদুর রহমান রুবেল বর্তমানে আরটিভিতে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কর্মরত আছেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বেশ কিছু পুরস্কার পেয়েছেন। সাহিত্য ও সংস্কৃতি জগতের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন