নেত্রকোনার দুর্গাপুরে চ্যাটারি চালিত অটোরিকশা চালক বাবার রিক্সায় চার্জের জন্য বিদুৎসংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১২ বছর বয়েসের রকি মিয়ার মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রকি ও গ্রামের অটো রিকশাচালক কামাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যাটারি চালিত আটোরিকশা চালক কামাল মিয়া রাতে বাড়ি ফিরলে ছেলে অটোরিকশায় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদুৎ স্পর্শে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার পরিবার সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেয। পরে তারা রকিকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম