রাজনৈতিক পট পরিবর্তনের পর ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র কাউন্সিলরদের অপসারণের পাশাপাশি অনেক ঠিকাদারও গা ঢাকা দেওয়ায় উন্নয়ন কাজে দেখা দিয়েছে স্থবিরতা। আর এই স্থবিরতা এখন জনদুর্ভোগে রূপ নিয়েছে। ২০১৮ সালে দেশের সর্বশেষ ৩৩টি ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হলেও তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে ২০২০ সালের ৭ ডিসেম্বর ১ হাজার ৫৭৫ কোটি টাকা বিশেষ প্রকল্প অনুমোদন দেয় তৎকালীন সরকার।
এ প্রকল্পের আওতায় প্রায় ৪৭৫ কিলোমিটার সড়ক, ৩৪৫ কিলোমিটার নালা প্রায় ১৭ কিলোমিটার ফুটপাত নির্মাণ, ৩৭ দশমিক ৫৯ কিলোমিটার রিটেইনিং ওয়াল, ১ দশমিক ১০ কিলোমিটার সড়ক বিভাজক, ৩টি ব্রিজ, ১৩টি কালভার্ট ও ছয়টি পদচারী ব্রিজ নির্মাণের কথা। গত ডিসেম্বর মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ৪৫ শতাংশ। বিশেষ করে জুলাই বিপ্লবের পর চলমান বিভিন্ন সড়ক ও ড্রেনের নির্মাণকাজ ফেলে ঠিকাদার লাপাত্তা হওয়ায় বাতিল করা হয়েছে আটটি প্যাকেজে প্রায় শতকোটি টাকার কাজ। এতে ভোগান্তি বেড়েছে সাধারণ জনগণের।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, ‘বাতিল হওয়া প্রকল্পগুলো পুনরায় চালুর জন্য দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।’