চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে থাকলেও ঘরোয়া লিগে বারবার হোঁচট খাচ্ছে প্যারিস প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সর্বশেষ লিগ আঁ ম্যাচে নিচের সারির দল লরিয়ঁর বিপক্ষেও জয়ের দেখা পায়নি লুইস এনরিকের দল। আরও বড় ধাক্কা এসেছে ইনজুরি থেকে, দলের তরুণ ফরাসি ফরোয়ার্ড দিজিরে দুয়ে পড়েছেন নতুন চোটে।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-১ ড্র করে পিএসজি। ম্যাচের দ্বিতীয়ার্ধে পরপর দুটি গোলেই নির্ধারিত হয় ফলাফল। ৪৯তম মিনিটে নুনো মেন্দেসের গোলে এগিয়ে যায় অতিথিরা, কিন্তু দুই মিনিট পরই ইগর সিলভার গোলে সমতায় ফেরে লরিয়ঁ।
এর কিছুক্ষণ পরই আসে পিএসজি শিবিরে বড় দুঃসংবাদ। পায়ের চোটে কুঁকড়ে গিয়ে ৬১তম মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন দুয়ে। ম্যাচশেষে কোচ লুইস এনরিকে জানালেন, চোটের অবস্থা এখনও পরিষ্কার নয়।
এনরিকে বলেন, 'চোটটা বেশ অদ্ভুত ধরনের। আপাতত কিছু বলা যাচ্ছে না। আশা করছি, গুরুতর কিছু নয়। পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছি।'
এই মৌসুমেই আগেও একবার পেশির ইনজুরিতে কয়েক সপ্তাহ বাইরে ছিলেন দুয়ে। সেই সময় দলে ছিলেন না উসমান দেম্বেলেও, তিনি হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে লরিয়ঁ ম্যাচেই ফিরেছিলেন একাদশে।
মৌসুমের শুরুটা দুর্দান্ত হলেও মাঝপথে ছন্দ হারিয়েছে পিএসজি। প্রথম চার ম্যাচে টানা জয় পেলেও এরপর মার্সেইয়ের বিপক্ষে হারের পর গত পাঁচ ম্যাচে মাত্র দুই জয় পেয়েছে তারা, বাকি তিনটি ড্র।
বিডি প্রতিদিন/মুসা