চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফরম্যান্সের মাঝেও ঘরোয়া লিগে বারবার হোঁচট খাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সর্বশেষ লিগ ম্যাচে টেবিলের নিচের দল লরিয়ঁর বিপক্ষে ১-১ ড্র করেছে শিরোপা ধরে রাখার দাবিদাররা।
ম্যাচের ৪৯তম মিনিটে নুনো মেন্দেসের গোলে এগিয়ে গেলেও দুই মিনিটের মধ্যে ইগর সিলভারের গোলে সমতা ফেরায় লরিয়ঁ।
দুঃসংবাদ আরও বড় হলো আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় দিজিরে দুয়েক চোট পাওয়ায় ৬১তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন। পিএসজি কোচ লুইস এনরিকে জানিয়েছেন, চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি।
চলতি মৌসুমে আগেও পায়ের পেশির চোটে কয়েক সপ্তাহ বাইরে ছিলেন দুয়ে। অন্যদিকে, ব্যালন দ’রের বিজয়ী উসমান দেম্বেলে পুরোপুরি ফিট হয়ে ম্যাচ দিয়ে শুরু একাদশে ফিরেছেন, তবে দলীয় ফলাফলে আনন্দ হয়নি তার জন্যও।
মৌসুমের শুরুতে চার ম্যাচ জয় দিয়ে ভালো শুরু করলেও, পরের পাঁচ ম্যাচে মাত্র দুই জয় ও তিনটি ড্রতে ঘরোয়া লিগে ছন্দপতনের শিকার পিএসজি। লরিয়ঁর বিপক্ষে ড্র করলেও শীর্ষে থাকা অবস্থান অক্ষত, ১০ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে পিএসজির পয়েন্ট ২১।
মোনাকো ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে, আর মার্সেই ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা