এশিয়া কাপ শেষ হলেও এখনো সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সামনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, যা শুরু হবে বৃহস্পতিবার, ২ অক্টোবর। এই সিরিজ ঘিরে বেশ আত্মবিশ্বাসী দলের তরুণ ক্রিকেটার সাইফ হাসান।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ব্যাট হাতে নজর কাড়ার পাশাপাশি ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিলেন সাইফ। এবারের আফগানিস্তান সিরিজেও তার দিকে থাকবে বিশেষ নজর। আর তিনিও প্রস্তুত নিজের পারফরম্যান্স দিয়ে আবারও আলো ছড়াতে।
আরব আমিরাতে অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপে সাইফ বলেন,“আমার কাজ পারফর্ম করা, সেটা করেছি। এখন পুরো মনোযোগ আফগানিস্তান সিরিজে। গত ২ বছরে বিপিএল ও গ্লোবাল লিগের মতো বড় আসরে খেলে আত্মবিশ্বাস বেড়েছে। এগুলো পারফরম্যান্সে সাহায্য করছে।”
নিজের প্রস্তুতি ও মানসিক উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি। সাইফ জানান, “প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না। আগে যখন দলে এসেছিলাম, তখন কিছু ঘাটতি ছিল বলেই পারফর্ম করতে পারিনি। চেষ্টা করেছি সেগুলো নিয়ে কাজ করার। এখন আরও পরিণত মনে হচ্ছে নিজেকে। আশা করছি সামনে আরও ভালো কিছু হবে।”
আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশ দলের জন্য খুব একটা সুখকর নয়। দেশের বাইরে টি-টোয়েন্টিতে এশিয়া কাপের আগে আফগানদের বিপক্ষে ৫ ম্যাচে ৫টিতেই হেরেছিল টাইগাররা। সর্বশেষ ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপে আফগানদের হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল।
সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী সাইফ বলেন, “প্রথম ম্যাচটা ভালোভাবে শুরু করতে পারলে ইনশাআল্লাহ সিরিজটাও আমাদের হবে। আমি জানি না ওরা কয়টা ম্যাচ জিতেছে, কিন্তু আমরা যদি আমাদের শক্তির জায়গাগুলো কাজে লাগাতে পারি এবং দুর্বলতা নিয়ে কাজ করি, তাহলে যে কোনো দলকে হারানো সম্ভব।”
বিডি প্রতিদিন/মুসা