অক্টোবরে গ্রিস ও বেলারুশের বিপক্ষে ম্যাচ আছে স্কটল্যান্ডের। বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচ দুটি সামনে রেখে আবারও স্কটিশদের স্কোয়াডে ফিরেছেন ক্রেইগ গর্ডন। ৪২ বছর বয়সি এই গোলরক্ষক ইনজুরিতে পড়ে গত মে মাস থেকে আর কোনো ম্যাচ খেলেননি। এবার জায়গা পেয়েছেন তারই ক্লাব সতীর্থ জ্যান্ডার ক্লার্কের বদলি হিসেবে।
প্রথম ম্যাচে ডেনমার্কের মাঠে গোলশূন্য ড্র। দ্বিতীয় ম্যাচে বেলারুশকে ২-০ গোলে হারিয়ে চার পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে স্কটল্যান্ড। ৯ অক্টোবর হ্যাম্পডেন পার্কে স্কটিশদের মুখোমুখি হবে গ্রিস। তিন দিন পর গ্লাসগোতে প্রতিপক্ষ বেলারুশ।
গ্রিস আগের ম্যাচে বেলারুশকে হারালেও এথেন্সে ডেনমার্কের কাছে হেরেছে। তবে হ্যাম্পডেনে তাদের শেষ সফরের স্মৃতি বেশ সুখকর। গত মার্চে নেশনস লিগ প্লে-অফে প্রথম লেগে হার ১-০ গোলে। ফিরতি লেগে অবশ্য সহজেই ৩-০ গোলে জয় পায় স্কটল্যান্ড— যা ছিল ৮১টি ম্যাচ খেলা গর্ডনের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।
বিডি প্রতিদিন/নাজিম