শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নাশকতার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে। এদেশের মানুষ বারবার ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে, এবারও সফল হতে দেব না।
গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি পরাজিত শক্তি নাশকতার পরিকল্পনা করেছিল। কিন্তু অতীতের মতো এবারও তা ব্যর্থ হয়েছে। দেশবাসী ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিহত করেছে। ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, কিন্তু সব ধর্ম-বর্ণের মানুষের মিলনই তা ব্যর্থ করেছে।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল