নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত দেখালো চমৎকার পারফরম্যান্স। গোয়াহাটির অসাম রিজিওনাল স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে টুর্নামেন্টে দাপুটে সূচনা করেছে হরমনপ্রীত কৌরের দল।
প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও হঠাৎ ধস নামে ভারতের ইনিংসে। মাত্র ১১ বলের ব্যবধানে ৪ রানে ৪ উইকেট হারিয়ে ১২০/২ থেকে ১২৪/৬ হয়ে যায় দলটি। স্পিনার ইনোকা রানাভিরা একাই ভারতের মিডল অর্ডার ভেঙে দেন, তুলে নেন ৩টি উইকেট।
তবে চাপের মুখে দলকে টেনে তোলেন অমনজোত কৌর ও দীপ্তি শর্মা। দুজনের ১০৩ রানের জুটি আবারও ভারসাম্যে ফেরায় দলকে। অমনজোত করেন ৫৭ রান, দীপ্তি ৫৩। শেষ দিকে স্নেহ রানার ঝড়ো ২৮ রানে ভারত ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৬৯ রান। বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২৭১।
জবাবে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। ৮২ রানে ১ উইকেট হারিয়ে এগোচ্ছিল দলটি। কিন্তু অধিনায়ক চামারি আতাপাত্তু (৪৩) ফিরে গেলে ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। একপর্যায়ে ১৪০ রানে ৬ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে তারা। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে ২১১ রানে গুটিয়ে যায় পুরো দল।
ভারতের হয়ে অলরাউন্ডার দীপ্তি শর্মা ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরির পর বল হাতে নেন ৩ উইকেট। স্নেহ রানা ও শ্রী চরাণি নেন দুটি করে উইকেট।
এই ম্যাচে ২২ হাজার ৮৪৩ জন দর্শক উপস্থিত ছিলেন, যা নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সর্বোচ্চ দর্শকসংখ্যার রেকর্ড। ভারতীয় নারী দলের এই জয়ে গোয়াহাটিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বিডি প্রতিদিন/মুসা