বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলায় তিন মাস বয়সী এক শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। পরে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড় অংকুজান পাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বুড়িশ্বর নদীর চর থেকে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় মরদেহ দেখতে পান। খবর পেয়ে তালতলী নৌপুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শিশুর বাবা শাহিন জানান, সোমবার রাতে স্ত্রী মার্জিয়া সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন নদীতে শিশুর মরদেহ উদ্ধার হলে তিনি গিয়ে শনাক্ত করেন এটি তার সন্তান শাহাদাত (৩ মাস)।
শাহিন অভিযোগ করেন, তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। সে কারণেই শিশু সন্তানকে হত্যা করে পালিয়েছে। তিনি বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মামলা করবো।”
গ্রামবাসীর কয়েকজনও দাবি করেছেন, মার্জিয়ার পরকীয়া সম্পর্কের বিষয়টি এলাকায় পরিচিত। তাদের ধারণা, পরকীয়া প্রেমিকের হাত ধরে পালাতে গিয়েই শিশু সন্তানকে নদীতে ফেলে গেছে।
এদিকে ময়নাতদন্তে শিশুর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল