ইতালির অন্যতম ঐতিহাসিক ফুটবল ভেন্যু সান সিরো স্টেডিয়ামের দিন ফুরিয়ে আসছে। মিলানের সিটি কাউন্সিল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দীর্ঘ ১২ ঘণ্টার বৈঠক শেষে স্টেডিয়ামটি ভেঙে ফেলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
সিদ্ধান্ত অনুযায়ী, স্টেডিয়াম ও তার আশপাশের জমি ১৯৭ মিলিয়ন ইউরো মূল্যে বিক্রি করা হবে এসি মিলান ও ইন্টার মিলান ক্লাবের কাছে। তারা এই জমিতে নির্মাণ করবে একটি আধুনিক, ৭১ হাজার ৫০০ আসন বিশিষ্ট নতুন স্টেডিয়াম। মূল লক্ষ্য, ২০৩২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নেওয়া।

১৯২৬ সালে যাত্রা শুরু করা সান সিরো এক শতাব্দীজুড়ে হয়ে উঠেছে ইতালির ফুটবল ঐতিহ্যের প্রতীক। ১৯৯০ সালের ফিফা বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটি নতুন করে সাজানো হয়। এই মাঠে অনুষ্ঠিত হয়েছে অসংখ্য ঐতিহাসিক ম্যাচ—চ্যাম্পিয়নস লিগ, ন্যাশন্স লিগ, ফিফা বিশ্বকাপসহ নানা টুর্নামেন্টের সাক্ষী এটি।
এসি মিলান ও ইন্টার মিলান যুগ যুগ ধরে এই স্টেডিয়াম ভাগাভাগি করে ব্যবহার করে আসছে। শুধু ফুটবলই নয়, সান সিরোতে হয়েছে অনেক আন্তর্জাতিক কনসার্টসহ অন্যান্য আয়োজনও।
ভাঙার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন স্থানীয় রাজনীতিবিদরাও। তাদের মতে, সান সিরো শুধু একটি স্টেডিয়াম নয়—ইতালির ফুটবলের 'স্বর্গ'। ২০১৯ সাল থেকে নানা প্রচেষ্টা চালিয়েও কর্তৃপক্ষ এতদিন সিদ্ধান্তে আসতে পারেনি। তবে আধুনিক সুযোগ-সুবিধার অভাব, ইউরোপের অন্য বড় ক্লাবগুলোর তুলনায় আয় কম হওয়াসহ নানাবিধ কারণে অবশেষে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
তবে সান সিরো স্টেডিয়াম এখনই ভেঙে ফেলা হবে না। আসন্ন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান এবং নতুন স্টেডিয়াম নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত এখানে নিয়মিত খেলাধুলা চলবে।
নতুন স্টেডিয়াম নির্মাণ শেষে সান সিরো ভেঙে ফেলা হলেও, এর কিছু অংশ ঐতিহাসিক স্মৃতির প্রতীক হিসেবে সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা