নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, ‘এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ প্রাথমিকভাবে নিবন্ধন শর্ত পূরণ করেছে। এখন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘এনসিপি কী প্রতীক নেবে তা জানিয়ে চিঠি দেব। এরপর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।’
এনসিপির চাওয়া প্রতীক ‘শাপলা’ তালিকায় না থাকায় সেটি তারা পাবে না বলে ইসি থেকে জানানো হয়েছে। আখতার আহমেদ বলেন, ‘১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে দুটি দল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ১৩টি দলকে পর্যালোচনাধীন রাখার সিদ্ধান্ত হয়েছে।’
আইন অনুযায়ী, নিবন্ধন পেতে দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণও থাকতে হয়।
নিবন্ধন পেলে এসব দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধনপ্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পায়।