টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম টি-২০ সিরিজ খেলতে নেমেই বাজিমাত করল আইসিসির সহযোগী সদস্য দেশ নেপাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচটি ছিল তাদের মাইলফলকের দিন। ক্যারিবীয়দের হারিয়ে দিনটি রাঙিয়ে রেখেছিল নেপালিরা। এবার দ্বিতীয় ম্যাচেই আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল এশিয়ার এ উঠতি দলটি। অথচ সিরিজ শুরুর আগ পর্যন্ত কোনো পূর্ণ সদস্য দেশের সঙ্গে সংক্ষিপ্ত সংস্করণের কোনো ম্যাচ খেলেনি তারা। দুবারের টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচের পর সোমবার রাতে দ্বিতীয়টিতেও জয় তুলে নিয়েছে হিমালয়ের দেশটি। শারজায় আগের ম্যাচ ১৯ রানের ব্যবধানে জিতলেও দ্বিতীয়টি ৯০ রানের ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছে তারা। উজ্জীবিত পারফরম্যান্সে ১৭৩ রানের পুঁজি গড়ে ক্যারিবিয়ানদের মাত্র ৮৩ রানে গুটিয়ে দেয় নেপাল। ওয়েস্ট ইন্ডিজের বিব্রতকর এমন দিনে যা রীতিমতো বিশ্ব ক্রিকেটকে অবাক করে দিয়েছে। ব্যাটে-বলে এমনকি মাঠের দুরন্ত ফিল্ডিং দেখার পর নিশ্চিতভাবেই এশিয়ার দেশগুলোকে ভাবতে হচ্ছে তাদের নিয়ে। টি-২০ ক্রিকেটে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সহযোগী দেশ হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ল নেপাল। ২০১৬ সালে শারজাতেই জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ৮১ রানের জয় ছিল আগের রেকর্ড। নেপাল এর আগে আইসিসি সহযোগী দেশের সঙ্গে আটটি টি-২০ সিরিজ খেলেছে। এর মধ্যে ৪ জয়, ৩ হার ও ১ ড্র করেছে। টসে জিতে ব্যাটিং নেয় নেপাল। আসিফ শেখ (৪৭ বলে ৮ চার ও ২ ছয়ে অপরাজিত ৬৮) ও সন্দীপ জোরার (৩৯ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৩ রান) ফিফটিতে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে তারা। ম্যাচসেরা হন আসিফ শেখ। শুরু থেকেই উইকেট হারাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত অলআউট হয়ে যায় ১৭.১ ওভারে ৮৩ রান করে। ৪ ওভারে ২৪ রান দিয়ে নেপালের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আদিল আলম। ১৬ রান দিয়ে ৩ উইকেট কুশল ব্রুতেলের।