রাজশাহীর বাগমারা উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফজেল আলী (৩৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের হোসেন আলীর ছেলে। বুধবার (১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে।
পরিবারের সদস্যরা জানান, সকালে ফজেল আলী একটি তইরা জাল (স্থানীয় নাম) নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান। এ সময় টিপ টিপ বৃষ্টি পড়ছিল। সকাল সাতটার দিকে বিকট শব্দে বজ্রপাত হয়।
এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলের কাছাকাছি থাকা মান্নান নামের এক ব্যক্তি খালের ধারে ফজেল আলীকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি ঘটনাস্থলে তাকে (ফজেল আলী) মৃত অবস্থায় দেখতে পান। বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। পরিবারের সদস্যরা লাশ দাফনের উদ্যোগ নিয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ