নেপালের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছিল ক্যারিবীয়রা। তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সাবেক দু’বারের চ্যাম্পিয়নরা। রেকর্ড ১০ উইকেটের জয়ে শেষটা সুন্দর করল তারা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে ওয়েস্ট ইন্ডিজের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে সর্বসাকুল্যে স্কোরবোর্ডে ১২২ রান জমা করে নেপাল। রান তাড়ায় নেমে ১০ উইকেটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
এদিন ব্যাটিংয়ে নেমে নেপাল শুরুটা ভালো করলেও মাঝখানে পথ হারায়। ওপেনার কুশল ভুর্তেল খেলেন দলের সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস। ২৯ বলের তার ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কা। তবে অন্যরা বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক রোহিত পাউডেল করেন ১৭, সুনদীপ জোরা ১৪, কুশল মাল্লা ১২ ও গুলশান ঝা করেন ১০ রান। বাকিদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় নেপাল।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত বোলিং করেন তরুণ পেসার রেমন সিমন্ডস। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।
১২৩ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলে ওয়েস্ট ইন্ডিজ। কোনো উইকেট না হারিয়ে তারা পাওয়ারপ্লেতে তোলে ৪৭ রান। শেষ পর্যন্ত মাত্র ১২.২ ওভারে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্য ছুঁয়ে ফেলে ক্যারিবীয়রা। ওপেনার আমির জঙ্গো ৪৫ বলে ৭৪ এবং আকিম অাগস্টে ২৯ বলে ৪১ রানে অপরাজিত থেকে দলকে জেতান।
টি-টোয়েন্টি ইতিহাসে এটিই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ১০ উইকেটের জয়। তবে শেষ ম্যাচে হেরে গেলেও ২-১ ব্যবধানে সিরিজ জয় করল নেপাল।
বিডি প্রতিদিন/নাজিম