কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাহ আলম দুলালসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার নজির আহমেদ খান।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর লালমাই থানায় দুটি ডাকাতি সংঘটিত হওয়ার পর জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাতরা একটি কালো মাইক্রোবাসে করে দেবিদ্বারের দিকে রওনা দিয়েছে। এ খবর পেয়ে ভিংলাবাড়ি এলাকায় চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্ট দেখে ডাকাত দলের সদস্যরা গাড়ির দরজা খুলে ও জানালার গ্লাস ভেঙে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, লালমাই এলাকায় তিনটি, বরুড়ায় একটি ও নবীনগরে একটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল