দুই বছরেরও বেশি সময় বড় পর্দা থেকে দূরে থাকলেও আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চ প্যারিস ফ্যাশন উইকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ভক্তদের ভালোবাসা ও জনপ্রিয়তায় কোনো কমতি না থাকা তার প্রভাব আবারো দেখা গেছে এই আয়োজনে।
লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সোমবার প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়ে র্যাম্পে হাঁটেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। তিনি কালো হিরা জড়িত কাস্টম শেরওয়ানিতে অসাধারণ লুকে সবাইকে মুগ্ধ করেন। এই পোশাকের ডিজাইন করেছেন ভারতের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার মানিশ মালহোত্রা।
ঐশ্বরিয়ার সিগনেচার রুবি লিপস, খোলা চুল ও আত্মবিশ্বাসী হাসি পুরো পরিবেশকে আলোকিত করে তোলে। দর্শকরা উষ্ণতার সঙ্গে তাকে স্বাগত জানান, আর তিনি হাত নেড়ে সাড়া দেন। র্যাম্পে ঐশ্বরিয়ার কয়েক মিনিটের হাঁটার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তার পোশাক নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়।
মানিশ মালহোত্রা জানান, এই কাস্টম শেরওয়ানিটি একটি অনন্য ক্যানভাস, যেখানে বিশেষ করে ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড-জড়ানো হাতের ডিজাইন আধুনিক রাজকীয়তার প্রতীক। এটি শক্তি ও সংবেদনশীলতার এক অদ্ভুত মেলবন্ধন তুলে ধরে।
শুধু ফ্যাশন নয়, ঐশ্বরিয়ার মানবিক দিকটিও আলোচনায় এসেছে। শো শুরু হওয়ার আগে একজন ভক্তের চোখের পানি拭ে মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরেন ঐশ্বরিয়া এবং বলেন, “জোরে শ্বাস নিন, হাসুন।” এই হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসকারী কুইয়ার ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজুও ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করার সৌভাগ্য পেয়ে সামাজিক মাধ্যমে লেখেন, “আমাদের হৃদয়ের রানি, ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে দেখা হয়ে স্বপ্ন পূরণ হয়েছে।”
বিশ্বখ্যাত তারকাদের সঙ্গেও ঐশ্বরিয়ার আন্তরিকতা নজর কেড়েছে। ব্রিটিশ সুপারমডেল কারা ডেলেভিন তাকে জড়িয়ে ধরেন, আর অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে তোলা তাদের ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতি পায়।
বিডি প্রতিদিন/মুসা