আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী রবিবার (৫ অক্টোবর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের এই ম্যাচ।
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে দুই দলের মধ্যে মাঠে এবং মাঠের বাইরে ঘটে যাওয়া নানা ঘটনা এখনো আলোচনার শীর্ষে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও শুরু হচ্ছে ভারত-পাকিস্তান লড়াই।
আন্তর্জাতিক নারী ক্রিকেটে এখন পর্যন্ত দুই দল ২৭ বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত জয় পেয়েছে ২৪ ম্যাচে এবং পাকিস্তান মাত্র ৩ বার জয়ী হয়েছে।
সর্বশেষ ২০২১ সালের নারী বিশ্বকাপে ভারত পাকিস্তানকে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়েছিল।
চলতি নারী বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে ভারতে, তবে পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হচ্ছে। কারণ, বর্তমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী দুই দেশ একে অপরের মাটিতে খেলবে না।
বিডি প্রতিদিন/মুসা