ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে সার্বিয়ান এফএ’কে ৮৫ হাজার ইউরো জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
একইসাথে নিরাপত্তা আইন ভঙ্গের কারণে সার্বিয়ার পরবর্তী ম্যাচে স্টেডিয়ামের কিছু অংশে দর্শক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ‘বেলগ্রেডে এ মাসের শুরুতে লেসারের ব্যবহার, অশোভন অঙ্গভঙ্গি ও ভাষা ব্যবহার, জাতীয় সঙ্গীতের অবমাননা এবং কিছু সমর্থকের বৈষম্যমূলক আচরনের কারণে সার্বিয়াকে এই শাস্তি দেয়া হয়েছে।’
অস্থিতিশীল পরিবেশ সত্তেও ইংল্যান্ড ৫-০ গোলের দাপুটে জয় তুলে নেয়।
শাস্তির কারণে আলবেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের আগামী ম্যাচে সার্বিয়াকে অবশ্যই ২০ শতাংশ দর্শক কমাতে হবে। এক বিবৃতিতে তারা জানিয়েছে সার্বিয়ান ফুটবল এসোসিয়েশন বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ১১ অক্টোবর আলবেনিয়ার বিপক্ষে ম্যাচটি ইতোমধ্যেই বেলগ্রেড থেকে দক্ষিনাঞ্চলীয় শহর লেসকোভাচে সড়িয়ে নেয়া হয়েছে। মাত্র দুই বছর আগে নির্মিত লেসকোভাচের ডুবোসিসা স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৮ হাজারের কিছু বেশী।
বাছাইপর্বে নিজেদের গ্রুপে সার্বিয়া টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষ দুই স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও আলবেনিয়া।
বিডি প্রতিদিন/নাজিম