কলকাতার দুর্গাপূজার উৎসবের মাঝেই জন্মদিনের দ্বিগুণ আনন্দে মেতে উঠেছেন টালিউডের এভারগ্রিন নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অষ্টমীর দিন নিজেকে ঘিরে ছিলো বিশেষ আবেগ ও উৎসবের রং।
সকালে কালো সুতার নকশা করা সাদা আঙরাখা পাঞ্জাবি ও ধুতিতে সাজগোজ করে হাজরা পার্কের পূজামণ্ডপে পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করেন প্রসেনজিৎ। পূজার শুরু করেন দেবীর পায়ে অঞ্জলি দিয়ে। মজার ছলে তিনি জানালেন, “বছরের বাকি দিনগুলো আমি ডায়েট মেনে চলি, কিন্তু দুর্গাপূজার তিনদিন কোনো ডায়েট মানি না।”
জন্মদিনের আবেগ নিয়ে তিনি বলেন, “প্রতিবছরই পূজার আগে বা পরে আমার জন্মদিন হয়। তবে এই বছর অষ্টমীর দিনে পড়ায় আবেগটা আলাদা। আমি স্বভাবতই আবেগপ্রবণ মানুষ, আজ আরও বেশি অনুভূতি অনুভব করছি।”
বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে তার অভিনীত নতুন ছবি, সঙ্গে আরও তিনটি ছবি মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, “ছবির মুক্তির দ্বন্দ্বে আমি বিশ্বাসী নই। শেষ সিদ্ধান্ত গ্রহণ করবেন দর্শকরা।”
জন্মদিনে দেবীর কাছে প্রার্থনা নিয়ে জানতে চাইলে তিনি জানান, “আমি ইন্ডাস্ট্রির একজন জ্যেষ্ঠপুত্র হিসেবে সবার মঙ্গল কামনা করি। এই বছর মুক্তিপ্রাপ্ত চারটি ছবিই যেন ব্যবসায় সফল হয়, সেটাই আমার আকাঙ্ক্ষা।”
বিডি প্রতিদিন/মুসা